ঢাকার প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজী (২৩)কে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাব।
গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র্যাব-১১ ও তিতাস থানা পুলিশ সোমবার রাত আড়াইটায় তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তার মামার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত মিয়াজী তিতাস উপজেলা
দূরলব্দী গ্রামের মাহবুব আলম পুত্র। গ্রেফতারের পর তাকে কুমিল্লা র্যাব-১১ এর কাছে হস্তান্তর করে তিতাস থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শহিদ উল্যাহ বলেন, ঢাকায় পারভেজ হত্যার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে কুমিল্লা র্যাব-১১ এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামের আসামির মামার বাড়ি থেকে গ্রেফতার করে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
https://slotbet.online/