পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে আমদই ইউনিয়ন রক্তদান সোসাইটি।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে সামাজিক সংগঠনটির প্রায় ২০ জন সদস্য অংশগ্রহণ করেন।
কর্মসূচির আওতায় আম, জাম, কাঁঠাল, তালসহ মোট ৭০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, আমদই ইউনিয়ন রক্তদান সোসাইটির সভাপতি মো. রাশেদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার কাজ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব।
প্রতিটি গাছ অক্সিজেন উৎপাদন, কার্বন-ডাই-অক্সাইড শোষণ, মাটির ক্ষয় রোধ এবং জীববৈচিত্র্য রক্ষায় ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাজ গঠনে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।
কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করেন।
এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
https://slotbet.online/