• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

ছক্কায় শেষঃ জাতীয় স্কুল ক্রিকেটে নাটকীয় জয় শেরপুর পুলিশ লাইন্স একাডেমির

গণজাগরণ প্রতিবেদক / ৪৭ বার পঠিত
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় নাটকীয় ম্যাচে শেষ বলে ছক্কা মেরে জি.কে. পাইলট উচ্চ বিদ্যালয়কে ৬ উইকেটে পরাজিত করে অভিষেক ম্যাচে জয় তুলে নিল পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস)।

কুয়াশাচ্ছন্ন সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে বুধবার অনুষ্ঠিত দ্বিতীয় দিনের খেলায় আবহাওয়ার কারণে ৫০ ওভারের পরিবর্তে ৩৫ ওভারে সীমিত করা ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জি.কে. পাইলট দল অলরাউন্ডার জীবন মিয়ার ৪৫ রান ও ব্যাটার বিজয়ের ২৯ রানের সহায়তায় ৩২.২ ওভারে সকল উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। পুলিশ লাইন্স একাডেমীর বোলার সজিব ও শাহীন ৩টি করে উইকেট তুলে নেন।

১৫০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং শুরু করে পুলিশ লাইন্স। শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও ওপেনার সুদীপ সাহার দুর্দান্ত ব্যাটিংয়ে দল সেই ঝড় কাটিয়ে ওঠে। ১৩৯ মিনিট ক্রিজে থেকে সুদীপ ৮৭ বলে ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে ৪ বল বাকি থাকতে প্যাভিলিওনে ফিরে যায়। তার সঙ্গে সোবাহানের ২৪ ও সিফাতের অপরাজিত ২৫ রান দলকে জয়ের দিকে এগিয়ে নেয়। ৩১.১ ওভারে শেষ বলে ছক্কা মেরে ব্যাটার সিফাত পুলিশ লাইন একাডেমির ৬ উইকেটের জয় নিশ্চিত করে।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা (নর্থ) শেরপুর ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার থেকে শুরু হওয়া টুর্নামেন্টে জেলা সদরের ৪টি স্কুল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে খেলছে।

সংক্ষিপ্ত স্কোর:
জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়: ১৪৯/১০ (৩২.২ ওভার)
জীবন ৪৫, বিজয় ২৯, অতিরিক্ত ৩০
বোলিং: সজিব ৩/৩৫, শাহীন ৩/৩৭

পুলিশ লাইন্স একাডেমী: ১৫৫/৪ (৩১.১ ওভার)
সুদীপ সাহা ৬৯, সিফাত ২৫*, সোবহান ২৪, অতিরিক্ত ১৯
বোলিং: মোখলেছ ২/২৬

ফলাফল: পুলিশ লাইন্স একাডেমী ৬ উইকেটে জয়ী।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/