চাঁদপুরে ২০ দিন ব্যাপি বৈশাখী মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
১২ এপ্রিল (শনিবার) বিকেলে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, আমাদের একেবারে লোকজ শিল্প, মাটি থেকে উঠে আসা শিল্পমাধ্যম সেটি আজকে বিশ্ব দরবারে উপস্থাপিত হয়েছে।
নকশী কাঁথা, জামদানি, শীতলপাটি এরকম আরও অনেক কিছু আছে। এসব কিছুই আমাদের সংস্কৃতি ও বাঙালি জীবনের অনুষঙ্গ।
তিনি আরো বলেন, আমাদের সমাজে নারীর আনুষাঙ্গিকভাবে সবদিক থেকে পিছিয়ে, যেমন বাবার সংসার এ মেয়ে পিচিয়ে আছে, স্বামীর সংসারে স্ত্রী পিছিয়ে, ভাই এর সংসারে বোন পিছিয়ে আছে, বা সন্তানের সংসারে মা পিছিয়ে আছে, আমি চাইনা নারীর পিছিয়ে থাকুক, তারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হয় তাহলে এই সমাজে তাদের মর্যাদা বাড়বে।
তখন স্বামীর তাদের গুরুত্ব বাড়বে, সন্তানের কাছে তাদের গুরুত্ব বাড়বে, শশুর শাশুড়ির কাছে গুরুত্ব বাড়বে। তাই তিনি এবার নারী উদ্যোক্তাদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে বৈশাখী মেলার দায়িত্ব চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সকল সদস্যকে ভালোভাবে পরিচালনা করার জন্য উপদেশ দেন।
কবিতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পি পি এম) ও বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি, মনিরা আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ।
https://slotbet.online/