• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের আকস্মিক অভিযানঃ দূর্নীতির চিত্র উন্মোচিত দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২ মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান

গনঅভ্যুত্থানে নিহত শহীদ জসীমউদ্দিনের পরিবারকে বিএনপি’র ঈদ উপহার

গণজাগরণ প্রতিবেদক / ১৬ বার পঠিত
প্রকাশ: বুধবার, ২ এপ্রিল, ২০২৫

‎বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ জসিম উদ্দিনের পরিবারের জন্য ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

‎বুধবার (২ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপার হাট এলাকায় শহীদ জসিম উদ্দিনের বাড়িতে যান এবং তার কবর জিয়ারত করেন। পরে এক উঠান বৈঠকের মাধ্যমে শহীদ জসিম উদ্দিনের স্ত্রী মোসা: রুমা বেগম, কন্যা লামিয়া এবং তার মা রাবেয়া বেগমের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন।

‎এসময় আলতাফ হোসেন চৌধুরী বলেন, “বিএনপি সারাজীবন শহীদ জসিম উদ্দিনের পরিবারের পাশে থাকবে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।”
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাকসুদ আহম্মেদ বাইজিদ পান্না, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, যুবদলের সাবেক সভাপতি খান কবির, অ্যাডভোকেট তপন, পটুয়াখালী জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজুসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

‎শহীদ জসিম উদ্দিন বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গত ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন। ১০ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।

‎বিএনপির এই মানবিক উদ্যোগ শহীদ পরিবারের প্রতি দলটির দায়বদ্ধতার প্রতিফলন এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/