• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে রক্তদান সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি বীরগঞ্জের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকীকে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান – ইসরায়েলের যুদ্ধ কোন পথে বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টার ফসল: উন্মুক্ত করা হলো পাইকগাছার নাছিরপুর খাল লালমনিরহাটে বিসিক কর্মকর্তা রুহুল আমিনের পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা নোয়াখালীতে করোনায় ১জনের মৃত্যু: শনাক্ত-৩ তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত বীরগঞ্জের ঢেপা নদীর ভাঙন এলাকা পরিদর্শন: দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়কটি মরণ ফাঁদে পরিণত: দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই
নোটিশ
ভিন্ন মাত্রার দৈনিক গণজাগরণ পরিবারে আপনাকে স্বাগতম।

ক্লুলেস ডাকাতি মামলার মূল হোতা গ্রেফতারঃযৌথ অভিযানে র‍্যাব-৮ ও র‍্যাব-৬ এর সফলতা

গণজাগরণ প্রতিবেদক / ২৬ বার পঠিত
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫

‎পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় সংঘটিত একটি চাঞ্চল্যকর ও ক্লুলেস ডাকাতি মামলার মূল হোতাকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এবং র‌্যাব-৬, সিপিএসসি (খুলনা)।

শুক্রবার (২১ জুন) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

‎গ্রেফতারকৃত ডাকাতের নাম মোঃ আঃ জলিল খাঁন (৪০)। তিনি বরগুনা জেলার বেতাগী থানার হোসনাবাদ গ্রামের বাসিন্দা। তার পিতা আলী আকবর খাঁন।

‎র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ গিয়াস উদ্দিন একজন প্রবাসী, যিনি গত ৯ জানুয়ারি সৌদি আরব থেকে দেশে ফেরেন। ৮ এপ্রিল গভীর রাতে আনুমানিক ৩টার দিকে মঠবাড়িয়া থানাধীন তার বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে তারা মালামাল ভাঙচুর করে এবং ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়।

‎ডাকাত দল ওই রাতে ঘর থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা নগদ, ২৯ ভরি স্বর্ণালঙ্কার, দুটি স্মার্টফোন এবং একটি ল্যাপটপসহ মোট আনুমানিক ৪৫ লাখ ২০ হাজার টাকার সম্পদ লুট করে নেয়। ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করে।

‎র‌্যাব-৮ এবং র‌্যাব-৬ যৌথভাবে ঘটনার তদন্তে নামে এবং ক্লুলেস এই মামলার রহস্য উদঘাটনে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। দীর্ঘ অনুসন্ধান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে ডাকাত দলের মূল পরিকল্পনাকারী মোঃ আঃ জলিল খাঁনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‌্যাব জানিয়েছে, ডাকাতির সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদেরও চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/