• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মাগুরার বহুল আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা ও সমন্বয় সভায় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মুকিত হাসান খাঁনের অংশগ্রহণ তিতাসে পারভেজ হত্যা মামলার আসামি গ্রেফতার নওগাঁয় দৈনিক প্রথম কথা পত্রিকার ১১ তম বর্ষপূর্তি উৎসব পালিত পুলিশ সিভিল ড্রেসে কাউকে গ্রেফতার করতে পারবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা সাতক্ষীরা শ্যামনগরে রূপান্তরের আয়োজনে প্লাস্টিক পলিথিন দূষণ রোধে গণ শুনানি অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যানের চাপায় শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে ভবদহ সমস্যা সমাধানে নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দ রিজওয়ানা হাসান খুলনার ফুলতলায় প্রকাশ্য এক যুবক‌কে গুলি ক‌রে হত্যা পটুয়াখালীর উত্তর চারা বুনিয়া ফারুকীয় হাফেজিয়া শিশু সদনে এতিম ও দুস্থদের বরাদ্দের টাকা লুটপাট

ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল

গণজাগরণ প্রতিবেদক / ১৭ বার পঠিত
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

‎ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর নারকীয় হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে শ্রীমঙ্গলে সর্বদলীয় ছাত্র ঐক্যের ডাকে অনুষ্টিত হয়েছে ধর্মঘট, প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল।

‎সোমবার (৭ এপ্রিল) দুপুর দেড়টা থেকে শহরের সর্বস্তরের ব্যবসা প্রতিষ্টন বন্ধ রেখে বেলা ৩টা পর্যন্ত গাজায় ইসরাইলি বাহিনীর হামলার প্রতিবাদে ধর্মঘট পালন করা হয়।

‎এতে অংশগ্রহণ করেন ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী, দিনমজুর, বিভিন্ন পরিবহনের শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার পাচ সহস্রাধিক বিক্ষুব্ধ মানুষ।

‎বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সিরাজনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিব্বির আহমেদ, ইটালী চল ইসলাহের অর্থ সম্পাদক মোঃ খালেদ আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাফিজুর রহমান চৌধুরী তুহিন, জাতীয় নাগরিক কমিটি শ্রীমঙ্গল শাখার অন্যতম সদস্য নিলয় রশিদ তন্ময়, পৌর তালামিযে ইসলামিয়া সাবেক সভাপতি শাহজাহান আহমেদ, মাওলানা এম এ রহিম নোমানী, তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ নাজমুল ইসলাম, শ্রীমঙ্গল বস্ত্র ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রুমেল আহমেদ খান, খেলাফত মজলিসের জেলা শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম, শ্রীমঙ্গল যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ আরিফ হোসেন, সঞ্চালনায় ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সভাপতি নাঈম হাসান, তালামিযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলার সাধারণ সম্পাদক শায়েল আহমেদ প্রমূখ।  

‎এছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোঃ আখতার হোসেন, পূণ্যভূমি স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জসীম, ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুসহ ব্যবসায়ী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, চিকিৎসকবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্রনেতা হোসাইন মোঃ আফজাল, ছাত্রনেতা মোঃ ইমরান, শোয়াইব আহমেদ, মোঃ ইমাদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

‎এসময় বক্তারা বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সমস্ত নৃশংসতাকে ছাড়িয়ে গেছে। এছাড়াও কথিত মানবাধিকারের ধ্বজাধারী জাতিসংঘের বিবেকবানরা গণহত্যাকারী জায়োনিস্ট ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। আমেরিকার প্রত্যক্ষ সমর্থন ও সহযোগিতায় অব্যাহতভাবে ফিলিস্তিনের মজলুম জনগণের ওপর বছরের পর বছর দখলবাজি ও বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ক্যান্সারখ্যাত দেশটি।

‎বক্তারা বলেন, নির্বিচারে গাজায় ইসরায়েলী হামলা আন্তর্জাতিক সম্প্রদায় নির্বিকারচিত্তে শুধু দেখেই যাচ্ছে, কারণ ফিলিস্তিনিরা মুসলমান। মুসলমানের মানবাধিকার নাই। পশ্চিমা বিশ্ব ইতিহাসের ভুল পথে হাঁটছে, যা তাদের জন্য আত্মঘাতী। তারা আরো বলেন, আমেরিকার জনগণকে ও এ হত্যাকান্ডের সর্বোচ্চ প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান করছি। এতে তাদের ও দায় রয়েছে। কারণ তাদের ভ্যাট ও ট্যাক্সের টাকায় ইসরাইলকে অবিরত সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে ইসরাইলের দাসত্ব গ্রহণ করা আমেরিকার ক্ষমতালোভী শাসকগোষ্ঠী।
‎মার্কিন শাসকগোষ্ঠীকে এই রাষ্ট্রীয় দাসত্বনীতি থেকে বের করে আনার রাজনৈতিক উদ্যোগ আমেরিকার জনগণকেই নিতে হবে।তারা বলেন, আমেরিকার জনগণ তাদের শাসকগোষ্ঠীকে জবাবদিহিতার আওতায় আনতে না পারলে পৃথিবীতে মানবতার কোনো মূল্যই আর থাকবে না।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/