যশোরে নাশকতার দুই মামলায় আওয়ামী লীগের আরো চার নেতা-কর্মীকে আটক করেছে কোতয়ালি থানা পুলিশ। আটককৃতরা হলেন, শহরের শংকরপুর এলাকার মৃত শাহাদত হোসেনের ছেলে জেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাবেক মেম্বার মাসুদুর রহমান, চাঁচড়া ডালমিল এলাকার মেয়ন উদ্দিনের ছেলে সেলিম হোসেন ও চৌগাছা উপজেলার কোটালীপুর গ্রামের আনছার আলীর ছেলে সাইদুর রহমান।
একটি নাশকতা মামলায় এবং ভোটকেন্দ্রে হামলা চালিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে জাহাঙ্গীর ও মাসুদুরকে ফতেপুরে নাশকতা পরিকল্পনার একটি মামলায় আটক করা হয়েছে। এছাড়া অপর দুইজনকে কানাইতলা এলাকায় নাশকতা পরিকল্পনার মামলায় আটক দেখানো হয়েছে।
https://slotbet.online/