• শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ
জয়পুরহাটে রক্তদান সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচি বীরগঞ্জের লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকীকে রাজকীয় বিদায় সংবর্ধনা ইরান – ইসরায়েলের যুদ্ধ কোন পথে বাংলাদেশ সংবাদ সংস্থার সুযোগ্য চেয়ারম্যান মহোদয়ের প্রচেষ্টার ফসল: উন্মুক্ত করা হলো পাইকগাছার নাছিরপুর খাল লালমনিরহাটে বিসিক কর্মকর্তা রুহুল আমিনের পদোন্নতি প্রাপ্তিতে শুভেচ্ছা নোয়াখালীতে করোনায় ১জনের মৃত্যু: শনাক্ত-৩ তিতাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত বীরগঞ্জের ঢেপা নদীর ভাঙন এলাকা পরিদর্শন: দ্রুত বাঁধ নির্মাণের আশ্বাস সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়কটি মরণ ফাঁদে পরিণত: দুর্ঘটনার আশঙ্কা বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনা তদন্তে পিবিআই
নোটিশ
ভিন্ন মাত্রার দৈনিক গণজাগরণ পরিবারে আপনাকে স্বাগতম।

আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের দশম আসর

গণজাগরণ প্রতিবেদক / ৪৭ বার পঠিত
প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

‎অপেক্ষার পালা শেষ। আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসর। রাওয়ালপিন্ডিতে রাত সাড়ে ৯টায় উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্সের। এ দুই দলই পিএসএলের সবচেয়ে সফল দল। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ এরই মধ্যে তিনবার শিরোপা ঘরে তুলেছে। লাহোরও ট্রফি জিতেছে দুবার।

‎পিএসএল শুরু হলে আইপিএল দর্শক হারাবে। এই একটি কথা দিয়ে সীমান্তের ওপাড়ে বিতর্ক উসকে দিয়েছেন হাসান আলী। এরপর থেকেই ভারতীয় গণমাধ্যম, পাকিস্তানী ক্রিকেটারকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করতে একবিন্দু ছাড় দিচ্ছে না। শত্রু দেশে পিএসএল নিয়ে আগ্রহ যেমনই হোক, বাংলাদেশীদের অনেক। নেপথ্যে তিন টাইগার ক্রিকেটার লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা।
‎দশম আসরের প্রথম দিন থেকেই ইন্টারনেট আর টিভি পর্দায় চোখ থাকবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। কেননা উদ্বোধনী ম্যাচেই লাহোরের জার্সিতে দেখা যেতে পারে রিশাদ হোসেনকে। একাদশে এই লেগ স্পিনার থাকবেন কি না, তা সময় বলে দেবে। তবে রিশাদ খেলবেন ফখর জামান, আসিফ আলী, হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সিকান্দার রাজা, ড্যারিল মিচেলদের সঙ্গে।
‎এদিকে পিএসএলের এবারের আসরকে ঘিরে আয়োজনের কোনো কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের আসরে প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে তারা। থাকবে ম্যাচ অফিসিয়ালস টেকনোলজি, রিয়েল টাইম ডিআরএস মাল্টিস্ক্রিন রিপ্লেসহ স্বয়ংক্রিয়ভাবে নো বল শনাক্ত করার ব্যবস্থা। বৃহস্পতিবার লাহোরে হয়েছে ক্যাপ্টেন্স প্রেস মিট। ট্রফির সাথে ছবিও তুলেছেন অধিনায়করা।
‎বিশ্ব ক্রিকেটের বড় বড় নামগুলো সব আইপিএলে থাকলেও পিএসএলে বিদেশি তারকার অভাব নেই। ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ নবী, স্যাম বিলিংস, ড্যারিল মিচেলরা খেলবেন। ছয় দলের ৫ সপ্তাহের এই টুর্ণামেন্টের ৩৪ ম্যাচ হবে চার ভেন্যুতে। চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ ডলার। অর্থাৎ সোয়া ছয় কোটি টাকারও বেশি।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/