• বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রীমঙ্গলে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে ব্যাংকের বিল কালেকশন বুথ উদ্বোধন খাগড়াছড়িতে মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১২০ টাকায় ৯ জনের বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকুরি পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে হাতেনাতে ধরা পড়লো ৩ জন যুবক পিরোজপুরের শিক্ষানুরাগী আব্দুস সোবহানের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত তিতাসে বৈষম্য বিরোধী মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার দিনাজপুরের বীরগঞ্জে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজবাড়ী জেলার পুলিশ সুপার হিসেবে মোঃ কামরুল ইসলামের যোগদান ফুলবাড়ীতে ১২০ বোতল ইস্কাপ সহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক প্রদান
নোটিশ
ভিন্ন মাত্রার দৈনিক গণজাগরণ পরিবারে আপনাকে স্বাগতম।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিবের নামে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা

পিরোজপুর প্রতিনিধিঃ / ১১ বার পঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু ও তার পরিবারকে নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার  দুপুরে পিরোজপুর সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আয়োজনে গোপালকৃষ্ণ টাউন ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাস চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গাজী ওহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার সামাজিক ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছে। তারা অবিলম্বে এই মিথ্যা সংবাদের জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য ও জেলা শ্রমিকদল সভাপতি আ: ছালাম বাতেন, জেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক মাসুদ, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জিয়ানগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নাদিম শেখ ,  জেলা ছাত্রদলের সভাপতি হাসান আল মামুন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন তালুকদার কুমার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহিন সহ নেতৃবৃন্দ।

‎নেতারা দাবি করেন, গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর বিরুদ্ধে মিথ্যা সংবাদ যারা প্রকাশ করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎উল্লেখ্য, গত ১০ মে ২০২৫ তারিখে একটি জাতীয় দৈনিক পত্রিকায় গাজী ওহিদুজ্জামান লাভলুর নামে একটি বিভ্রান্তিকর সংবাদ প্রকাশিত হয়।

এর প্রেক্ষিতে ১১ মে এক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক। একটি কুচক্রী মহল এবং রাজনৈতিক প্রতিপক্ষের মদদপুষ্ট কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং দোষীদের বিচারের দাবি জানান।


এই বিভাগের আরো খবর
https://slotbet.online/